চট্টগ্রামে ৩ জনের মৃত্যু আক্রান্ত ২১৬

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ , জুন ২৬, ২০২১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৬ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে মোট ১০৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনা আক্রান্তের হার ২০ দশমিক ৮০ শতাংশ । আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ১৩৯ জন, বিভিন্ন উপজেলার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণকারী দুই জন জেলার এবং একজন মহানগরীর বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৩৭০ জন ।

Loading