সাভারে দ্বিতীয় পর্যায়ে ঘর পেলো আরো ৫১ টি গৃহহীন পরিবার

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , জুন ২০, ২০২১

সাভারে ৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে গণভবন থেকে সারা দেশে ৫৩ হাজার নতুন করে ঘর দেওয়া এই কর্মসুচী উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাভার উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে সাভার উপজেলায় ৫১ টি ঘরের চাবি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

অনুষ্ঠানে এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান,ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও আশ্রয়ণ প্রকল্প ২ এর উদ্যোগে নির্মিত হয়েছে এই ঘরগুলো। এর আগে প্রথম পর্যায়ে সাভার উপজেলায় ৪১ টি পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর দেওয়া হয়।

Loading