রোহিঙ্গা নারীকে জন্মসনদ

চসিকের সাবেক কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , জুন ১৪, ২০২১

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারীকে বাংলাদেশি জাতীয়তা ও জন্মসনদ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে- চসিকের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের জন্ম নিবন্ধন সনদ সহকারী সুবর্ণ দত্ত এবং ‘দালাল’ সিরাজুল ইসলাম, ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী অহিদা এবং তার কথিত বাবা-মা মোহাম্মদ ইসমাইল ও মেহেরজান।

Loading