উচ্ছ্বসিত চমক তারা! এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ , মে ১৯, ২০২১ বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অনন্য নাম চিত্রনায়িকা চমক তারা। এবারের ঈদে চমক তারা প্রযোজিত “আসোনা আমার বুকে আসো না” নামের একটি গান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত করা হয়েছে।এ গানটির নৃত্য পরিচালক ছিলেন প্রিন্স খাঁন। গানটিতে চমক তারা’র বিপরীতে দেখা গেছে শাহেনশাহ কে। গানটির শুটিং আনন্দ রিসোর্টে সম্পন্ন করা হয়েছিল। গানটি প্রকাশিত হওয়ার পর দর্শকমহলে ব্যাপক সাড়া পড়েছে।গানটি প্রসঙ্গে চমক তারা জানান; গানটিতে বরাবরের মতই ভিন্ন আমেজে তৈরী করা হয়েছে। গানটি দর্শক লুফে নিয়েছে। ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে বলে মনে করি । ভক্তদের প্রশংসায় মুগ্ধ তিনি। শেয়ার বিনোদনবিষয়: