চাঁদ রাতে নয়া চমক নিয়ে চমক তারা! এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ , মে ১২, ২০২১ চিত্রনায়িকা চমক তারা বাংলা চলচ্চিত্রের এক ব্যস্ততম নায়িকা। তার গ্লামার্স দিয়ে মিডিয়া অঙ্গনে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়। উপহার দিয়েছেন বেশ ভালো কিছু কাজ।তারই ধারাবাহিকতায় এবারের ঈদকে কেন্দ্র করে চাঁদ রাতে আসছে চমক তারা’র নয়া চমক। চমক তারা প্রযোজিত ” আসোনা আমার বুকে আসো না” নামের একটি গান তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এ গানটির নৃত্য পরিচালক ছিলেন প্রিন্স খাঁন।গানটিতে চমক তারা’র বিপরীতে দেখা যাবে শাহেনশাহ কে। গানটির শুটিং আনন্দ রিসোর্টে সম্পন্ন করা হয়েছে। গানটি প্রসঙ্গে চমক তারা জানান; গানটিতে বরাবরের মতই ভিন্ন আমেজে তৈরী করা হয়েছে। শেয়ার বিনোদনবিষয়: