প্রশংসিত হচ্ছে ডুমের গল্প ‘দ্যা ন্যাকেড সোল’

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ , মে ৫, ২০২১

বাংলাদেশী স্বনাম ধন্য সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ওম স্টার মাল্টিমিডিয়া এর ইউটিউব চ্যানেলে গত ২৮ নভেম্বরে অবমুক্তি করা হয় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্যা ন্যাকেড সোল’। এটি মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছে বলে জানা যায়। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি এ পর্যন্ত কোটি ছুঁই ছুঁই ইউটিউব ভিউ।

মুন্না ভগত নামের ২২ বছর বয়সী তরুণ সোহরাওয়ার্দী হাসপাতালের ডুম যতন কুমার লালের ভাগ্নে দুই বছর ধরে মামার সহযোগী হিসেবে মর্গে কাজ করে আসছিলেন। সেইসময় তিনি লাশের সঙ্গে যৌনতা করেছে। তারেক সাখাওয়াত এর এই ভাবনা থেকে শাব্দিক শাহিন এর রচনা ও পরিচালনায় নির্মিত হয় ‘দ্যা ন্যাকেড সোল’। এতে অভিনয় করেন কাজী নাওশাবা, সুজন হাবীব, আতিক রহমান, ফকরুল ইসলাম মিঠু আরো অনেকে।

এ প্রসঙ্গে ওম স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার মোঃ আল আমিন বলেন, এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে বেশ সাড়া পাচ্ছি। অল্প দিনে প্রায় কোটি ভিউ। দর্শকদের কথা মাথায় রেখে সামনে আরো ভালো ভালো কাজ রিলিজ দেয়া অব্যাহত থাকবে। আমাদের পাশে ছিলেন, থাকবেন। সবার কাছে এটাই চাওয়া।

Loading