‘ময়দা সুন্দরী’ তে বিজনের সংগীতে প্লাবনের গান এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ , মে ২, ২০২১ প্লাবন কোরেশী – বিজনসময়ের জনপ্রিয় সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পী প্লাবন কোরেশী। তিনি শ্রেষ্ঠ সুরকার বিভাগে চলচ্চিত্র পুরস্কার ২০১৯ বিজয়ী । তিনি সুজিত বিশ্বাস এর রচনায় ও নিহাজ খান এর পরিচালনায় মিডিয়া ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘ময়দা সুন্দরী’নাটকের টাইটেল গানে বিজনের সংগীতায়োজনে এটি লিখে সুর করে গাইলেন। সাত পর্বের এ নাটকটি ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে জানা যায়।প্লাবন কোরেশী জানান, ‘ময়দা সুন্দরী’ এর টাইটেল গানটি ভালো হয়েছে। নাটকের সাথে গাটিও সবার ভালো লাগবে।বিজন বলেন, সুন্দর একটি গান হয়েছে। আশা করি নাটকটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। সবাই দোয়া করবেন। শেয়ার বিনোদনবিষয়: