টিকা নিলেন অপু, আবারও সাহস দিলেন ডিএ তায়েব

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ , এপ্রিল ২৩, ২০২১

মহামারি করোনা মোকাবিলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও।গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে করোনার টিকা। করোনাভাইরাস মোকাবেলায় সারাদেশে টিকা গ্রহণে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।দেখা যাচ্ছে নানা পেশা-শ্রেণির মানুষেরা টিকা গ্রহণ করছেন। সে মিছিলে যোগ দিয়েছেন তারকারাও।অবশেষে অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডিএ তায়েবের সহায়তায় করোনার টিকা নিতে দেখা গেল ‘ঢালিউড কুইন’-খ্যাত অপু বিশ্বাসকেও।

জানা গেছে, আজ (২২ এপ্রিল) দুপুরের দিকে অপু বিশ্বাস রাজধানীর পল্টনে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি।

ভ্যাকসিন নেওয়ার পরে এখন পর্যন্ত তেমন কোন শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন অপু বিশ্বাস।তবে কৃতজ্ঞতা জানিয়েছেন ডিএ তায়েবের প্রতি। অপু বিশ্বাসের ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে ডিএ তায়েবের সহযোগিতা করেছেন তিনি।

এদিকে, ডি এ তায়েব ফেসবুক এক পোস্টে লিখেছেন,আমি অহংকার করি আমাদের পুলিশ হাসপাতাল নিয়ে, আজ এসেছিল আমার নায়িকা এবং সবার নায়িকা অপু বিস্বাস। আবারও ধন্যবাদ আশরাফুল কে। কৃতজ্ঞতা হাসপাতাল কর্তৃপক্ষ ও সিনিযর স্যার এবং মহা পুলিশ পরিদর্শক ড, বেনজীর আহমেদ স্যার কে।

এর আগে মাহিয়া মাহি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নিয়েছেন। অপু-মাহির টিকা গ্রহণের সময় কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে বেশ আন্তরিকতার সঙ্গে সহায়তা করেছে। হাসপাতালের পরিবেশও বেশ ভালো লেগেছে তাদের বলে জানিয়েছেন দুজনেই।

Loading