মৌলভীবাজারে মাদক সম্রাট দুখু মিয়া আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , এপ্রিল ২১, ২০২১ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় অভিযান চালিয়ে ৫শ’ ১০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক সম্রাট দুখু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।শ্রীমঙ্গলের র্যাব অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শ্রীমঙ্গলের ২নং ইউনিয়নের ভুনবীর এলাকা থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী দুখু মিয়া (৩৮)কে আটক করা হয়। পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর একটি দল এই অভিযান চালায়।অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, সে দীর্ঘদিন ধরে গোপনে এ কারবার করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা নিয়ে বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। শেয়ার মৌলভীবাজারবিষয়: