প্রকাশ পেলো দিদার খানের “বলনা সখি” এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ , এপ্রিল ১৭, ২০২১ পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হল দিদার খানের “বলনা সখি” শিরোনামের একটি গান, গানটির লিখেছেন এবং সুর করেছেন দিদার খান নিজেই সঙ্গীত আয়োজন করেছেন আহাদ ফাহিম, সম্প্রতি গানটি এম এস মিউজিক এর ব্যানারে ১৬ এপ্রিল প্রকাশ করা হয়, গানটির ভিডিওতে অভিনয় করেছে শাওন সারোয়ার এবং রুহি ভিডিও পরিচালনা করেছে সাইমুল হাসনাত।গানটির প্রসঙ্গে দিদার খান বলেন এই গানটি করোনার আগে রেডি করেছিলাম করোনার কারণে গানটি প্রকাশ করতে দ্বিধাদ্বন্দের ভুগছিলাম অতঃপর গানটি প্রকাশ করা হয়েছে গানটি বিরহের গান আশা করি গানের কথা, সুর, সংগীত এবং ভিডিও সব মিলিয়ে গানটি অনেক ভালো লাগবে সবার ।এই গানটির আগে দিদার খান প্রকাশ করেন “ভালোবাসি শুধু তোমায়” শিরোনামের একটি গান এবং এই গানটির মধ্য দিয়ে তিনি অনেক সারা পেয়েছেন। শেয়ার বিনোদনবিষয়: