বেসরকারি শিক্ষকরা বদলি হতে পারবেন

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ , এপ্রিল ৩, ২০২১

বদলি হতে পারবেন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকগণ। সরকার শূন্য পদে এমপিওভুক্ত শিক্ষক বদলির ব্যবস্থা রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে।

রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি গত সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত অনুচ্ছেদের ১২.২ ধারায় বলা হয়, ‘এনটিআরসিএ এর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/প্রভাষকদের কোনও প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে সমপদে ও সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করে জনস্বার্থে আদেশ জারি করতে পারবে।

 

Loading