বান্দরবানে সকল পর্যটন কেন্দ্র ১৪ দিন বন্ধের ঘোষণা

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ , এপ্রিল ১, ২০২১

বান্দরবান প্রতিনিধি:- দিন দিন করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান। সিদ্ধান্তটি আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানান এই কর্মকর্তা।
ঘোষনার পর জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবস্থানরত পর্যটকদের দ্রুত বান্দরবান ত্যাগের জন্য অনুরোধ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা এবং ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে। তার পাশাপাশি জনসমাগম, জনসমাবেশ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সীমিত আকারে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতে জেলা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এতে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত এক বছরে বান্দরবানে করোনা ভাইরাস আক্রান্তে ৪ জনের মৃত্যু ও ৯১৮ জন আক্রান্ত হয়েছে।

Loading