পার্বতীপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকের দিনব্যাপী কর্মশালা

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টায় পার্বতীপুর প্রেস কাবে আয়োজিত কর্মশালায় পার্বতীপুর প্রেস কাবের সভাপতি শআম হায়দার। স্থানীয় বেসরকারি সংস্থা ল্যাম্ব হাসপতালের ‘শ্যামল বাংলা গ্রীণ সবুজ প্রকল্প’ এ কর্মশালার আয়োজন করে। ভিডিও ডিসপ্লে প্রদর্শনের ম্যাধমে পার্বতীপুর পৌর বর্জ্য ব্যববস্থাপনার বিভিন্ন দিক উপস্থাপনা করেন শ্যামল বাংলা গ্রীন “সবুজ” প্রকল্পের ব্যবস্থাপক সজল বৈদ্য ও কারিগরি সমন্বয়ক আব্দুস সাত্তার। কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, বর্জ্যের প্রকারভেদ, বর্জ্যরে উৎসহ, অব্যবস্থাপনার প্রভাব ও পরিবেশ ঝুঁকির কারণ, বর্জ্যকে সম্পদে রুপান্তরের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মী এতে অংশ নেন।

Loading