শুভকামনা রইলো

পরাধীনতার শিকলটি ভাঙতেই কামাল পারভেজ’র জন্ম এই স্বাধীনতা মাসে

প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ , মার্চ ১৮, ২০২১

মাজহারুল ইসলাম ::
বাংলাদেশ স্বাধীন, তারপরও গন্ধ শুঁখে পায় কোথায় যেনো একটা শিকলে বাঁধা পুরো দেহটা, কবিতার ভাষায়ও তাই ইঙ্গিত করছে কামাল পারভেজ। সত্যি কি আমি স্বাধীন? তাহলে আমার মুখে কেনো লাগাম টেনে ধরতে চায় প্রতিবাদের ভাষাকে কেঁড়ে নিতে চায়,আমাকে চারদেয়ালে বাহিরে কথা বলার অধিকার কেনো কেঁড়ে নিচ্ছে। এই প্রশ্ন গুলো যেনো বিবেকের কাছেও হারমানা এক মূর্তির চিত্র ফুটে উঠছে। সত্যিতো আজ মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ জনগণকে প্রতিবাদের ভাষা এখন অন্ধকারে নিক্ষিপ্ত হয়।কথা বলার অধিকারটুকু হারিয়েছে স্বাধীন দেশের মানবজাতি।তাহলে কি আমরা আজও পরাধীন শিকলে বাঁধা পায়ে হাঁটছি। সত্যি কবি কামাল পারভেজ তোমার কবিতার ভাষা প্রমাণ করলে স্বাধীনতা শব্দটি সাংসদ আর পুঁজিবাদীদের পকেটে। যে কোনো দলের উর্ধ্বে দেশের জন্য আখের গুছানোর বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তৈরি করতে হবে।আমার এ লেখা যাকে নিয়ে আমার বন্ধুবর দীর্ঘদিনের এক সাথে পথচলা এবং কাছ থেকে দেখা নিরহংকার ও প্রতিবাদী যুদ্ধা প্রতিভাবান এ সমাজের দর্পণ কামাল পারভেজ। আজ ১৮ মার্চ কামাল পারভেজ’র শুভ জন্মদিন। কামাল পারভেজ পেশায় একজন সাংবাদিক রিপোর্টার থেকেই গড়ে উঠা আজ দায়িত্ব পালন করছে আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের চট্টগ্রাম বিভাগীয় মিডিয়া প্রধান হিসেবে। সংবাদ কর্মী হয়ে সমাজের মানুষ গুলোর সাথে পথচলা এবং সাদামাটা জীবনের অধিকারী হয়ে থাকতে চান সারাজীবন। ভোগবিলাসীতার ধারে কাছেও নেই, অল্পতেই সন্তুষ্ট। সাদ্যমতে চেষ্টা করেন বিপদে পরা ও অধিকার হারা মানুষের পাশে দাঁড়াতে। চোখ লজ্জায় নিজের অধিকার ছেড়ে দেওয়া এক মানুষ, এই সমাজে এরকম মানুষের জন্ম হাতে গুনা কয়েক। স্বপ্ন দেখেন সাংবাদিক পেশাধারীর আত্মসম্মান ও সহকর্মীদের নিয়ে সুন্দর জীবন গড়ে উঠবে এক ছাঁদের তলায়। বর্তমান সোশ্যাল মিডিয়ায়ও আলোচিত ও প্রতিবাদের চেনা মুখ। এবারের বই মেলা –২০২১ থাকছে যার আলোচিত দু’টি প্রতিবাদী কাব্যগ্রন্হ বই “হায়রে বাংলাদেশ” এবং “স্বাধীনতার খোঁজে”। তবে যতটুকু জানা যায় বই মেলায় স্টলে উঠার আগেই এই কাব্যগ্রন্থ দু’টি বই পাঠকের হাতে পৌঁছে গেছে এবং বেশ পাঠকের ভালোবাসা পেয়েছেন। তার আজ জন্মদিনে ও এমন এক প্রতিভাবান ও প্রতিবাদী যুদ্ধা নিরহংকারী মানুষটাকে নিয়ে দু’কলম না লেখলে বিবেকের কাছে অপরাধী মনে হতো। কামাল পারভেজকে বর্তমান সময়ে একটা নক্ষত্র বলেই সম্ভাষণ করবো, তার এই শুভ জন্মদিনে আমার ও আমার পরিবারের পক্ষে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো আগামীর সুন্দর পথচলা কাম্যে।।

Loading