সাইফুল বারী’র কথায় বিজন গাইলেন ‘ভব সংসার’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ , মার্চ ৫, ২০২১ গীতিকবি সাইফুল বারী’র কথায় বিজন গাইলেন ‘ভব সংসার’ শিরোনামে ভিন্নধর্মী সংসার তত্ত্ব একটি গান। এটির সুর ও সংগীত আয়োজন করেছেন বিজন নিজেই। জোস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে শীঘ্রই ভিডিও আঁকারে প্রকাশ করা হবে বলে জানা যায়। এসডি শুভ’র পরিচালনায় নির্মাণ করা হয়েছে এ গানের মিউজিক্যাল ফিল্ম। এতে অভিনয় করেছেন জাফর ইকবাল, আফরিনা পারভীন, লাবনী আক্তার, সেলিম মন্ডল এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রী। এ মিউজিক্যাল ফিল্মের চিত্রধারণ করেছেন এস কামাল পারভেজ। গীতিকবি সাইফুল বারী বলেন, দর্শক শ্রোতারা সংসার তত্ত্বের অসাধারণ একটি গান পেতে যাচ্ছে। যে ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। বাস্তব ধর্মী এ গানটি সবার ভালো লাগবে আমার বিশ্বাস। এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বিজন বলেন, আমার করা কাজের মধ্যে ‘ভব সংসার’ অন্যতম একটি কাজ। সব মিলিয়ে অসাধারণ একটি গান হয়েছে। সবার ভালো লাগবে। শেয়ার G$R নিউজের নিচে বিনোদন বিষয়: