পার্বতীপুরে সেনানিবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২১

মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে বীর উত্তম শহীদ মাহবুব সেনা নিবাস পার্বতীপুর। রবিবার বিকেলে শুরু হওয়া এ ম্যারাথন শেষ হয় সন্ধায়। সেনানিবাস সংলগ্ন খোলাহাটি ডিগ্রী কলেজ থেকে শুরু হওয়া ম্যারাথন উদ্বোধন করেন স্টেশন কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার ১৬ পদাদিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসস্।ি উপস্থিত ছিলেন কমান্ডার ১৬পদাতিক ব্রিগেড এবং ব্রিগেড কমান্ডার ৬৬ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন এএফডব্লিউসি, পিএসসি, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে আলম ও খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। ম্যারাথনটি বীর উত্তম শহীদ মাহবুব সেনা নিবাসে গিয়ে শেষ হয়। ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সৈনিক এনামুল গাজী। দ্বিতীয় স্থান অর্জন করেন ১১ বেঙ্গল রেজিমেন্ট সৈনিক রফিকুল ইসলাম। তৃতীয় হন ৩৬ বীর রেজিমেন্টের সৈনিক বশির উদ্দীন। ম্যারাথনে ১৫০ জন করে দৌড়বিদ অংশ গ্রহণ করেন।

Loading