নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির ১ বছর পূর্তি; আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২১

নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির ১বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (৭ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আমন্ত্রিত গুনীজন ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ আসন গ্রহন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাস, সাংবাদিক সঞ্জয় সরকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হীরা।

নেত্রকোণাস্থ মোহনগঞ্জ সমিতির আহবায়ক হাওর বন্ধু ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যক্ষ মো: তোফাজ্জল হোসেন। সার্বিক সহযোগিতা করেন সমিতির যুগ্ম আহবায়ক সুস্থির সরকার।

অনুষ্ঠানে ৭ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক হিসাবে ৫০ বছর কাজ করে নেত্রকোনা তথা হাওর অঞ্চলকে বিভিন্নভাবে উপস্থাপন করে অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন বলে নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতি তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে।

হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে ৭টি জেলায় হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ায় হাওর বন্ধু মো: ইকবাল হোসেনকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতি।

সাম্প্রতিক সময়ে নেত্রকোনা জেলা বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বিভিন্ন পদে মোহনগঞ্জ উপজেলার ৫ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতি। তারা হলেন সিনিয়র সহ সভাপতি এডভোকেট কাজী হাবিবুর রহমান, অডিটর এডভোকেট দ্বিপক তালুকদার, সদস্য এডভোকেট মোজাহিদ হোসেন, সদস্য এডভোকেট কিশোয়ার সিম্মি, লাইব্রেরীয়ান সম্পাদক অলকা রানী রায়।

এছাড়া আরও বক্তব্য রাখেন কাবিরুল ইসলাম,শেখ মতিয়র রহমান, মো: শফিকুল আলম চৌধুরী জুয়েল, এডভোকেট এ মাহমুদা খাতুন, সাফায়েত উল্লাহ, আশরাফুল আলম অন্তর প্রমুখ। বক্তারা সকলে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন। তারা আরো জানান সমিতির সদস্যসংখ্যা বৃদ্ধিসহ যেকোন কার্যক্রম তারা সর্বান্তকরণে সহায়তা করবেন।

সবশেষে নেত্রকোনা আওয়ামী সাংস্কৃতিক জোট পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন নাঈম সুলতানা লিবন।

সমিতির ১ম বছর পূর্তি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আহবায়ক হাওর বন্ধু মো: ইকবাল হোসেন সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা স্বীকার করেন।

………………………..শব্দচয়ন: সুস্থির সরকার।

 

 

 

Loading