শরীয়তপুর ৩৬ হাজার মানুষ পাবে করোনার ভ্যাকসিন

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২১

শরীয়তপুরে পৌঁছেছে ৩৬ হাজার করোনার ভ্যাকসিন। স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশ। এই ভ্যাকসিন পেতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইনে নিবন্ধন নিয়ে নিরক্ষর মানুষেরা পরেছে বিপাকে। এতে করে তারা করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ হারাচ্ছে। শনিবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ। তিনি জানান ২৯ জানুয়ারি বিকেলে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শরীয়তপুরে এসব ভ্যাকসিন পৌঁছায়। ভ্যাকসিন গ্রহণের পর তা জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড রুমে রাখা হয়েছে। প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার কিছু নির্বাচিত মানুষকে টিকা প্রয়োগ করা হবে। ইতোমধ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পৌঁছে দেয়া হয়েছে। তবে টিকা প্রয়োগের তারিখ এখনও নির্ধারণ হয়নি। যারা টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী ১ বা ২ ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা রয়েছে। করোনার এই ভ্যাকসিন পেতে হলে অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাসুদ হাসান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. মোজাম্মেল হক প্রমূখ।

Loading