মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৭, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে নজরুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার(১৬ জানুয়ারি)
উপজেলার চাঁনপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন।

জানাগেছে,উপজেলার চাঁনপুর এলাকায় অবৈধ ভাবে মাটি কাট ছিলেন মাটি ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম।সেই খবর পেয়ে শনিবার সরজমিনে সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত।আর উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জুবায়ের হোসেন।মাটি ব্যবসায়ী নজরুল ইসলাম উপজেলার গোড়াই খামারপাড়া এলাকার মোঃ রহিজ উদ্দিনের ছেলে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন বলেন অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।

Loading