নেত্রকোণায় গভীর রাতে শীতবস্ত্র হাতে জেলা প্রশাসক

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২১

নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান গভীর রাতে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পৌষের কনকনে শীতে কাপা ছিন্নমুল মানুষের পাশে শীতবস্ত্র হাতে হাজির হয়ে নিজেই পড়িযে দিচ্ছেন।

অফিস-আদালতের সামনে, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, আশ্রয়ণ প্রকল্প ও ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে তিনি প্রতিদিন কম্বল বিতরণ করছেন।

জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান জানান শীতবস্ত্র বিতরণের কর্মসূচী হিসাবে নেত্রকোণা জেলায় ৭০ হাজার কম্বল বিতরণ করা হবে। সারা জেলা জুড়ে প্রতিদিনই এ কার্যক্রম চলবে।শীতের এ দূর্ভোগ থেকে ছিন্নমূল মানুষদের মুক্তি দিতে সমাজের বিত্তবান মানুষদের পাশে থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

নেত্রকোণা জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য অধ্যাপক মানিক রায় বলেন, মানবতার নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রেরিত শীতবস্ত্র মানুষের হাতে স্বশরীরে গভীর রাতে পর্যবেক্ষণপূর্বক তোলে দেয়ার কার্যক্রম নি:সন্দেহে প্রশংসনীয়। তিনি জেলা প্রশাসককে এ সুন্দর কার্যক্রেমের জন্য ধন্যবাদ জানান।

ছিন্নমূল মানুষদের সাথে কথা বলে জানা যায় মাননীয় প্রধানমন্ত্রীর শীতবস্ত্র পেয়ে শীত নিবারণ করতে পেরে তারা খুবই খুশী ।

 

 

Loading