নেত্রকোণায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , জানুয়ারি ১০, ২০২১

আজ মহান ১০ জানুয়ারী। ১৯৭২ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

দিনটি উপলক্ষে মুক্তিযুদ্ধ কমান্ডার্স ফোরাম, নেত্রকোণা জেলা শাখা বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।

রবিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৮টায় শহরের তেরী বাজারে ফোরামের কার্যালয়ের সামনে জাতির জনকের  অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার্স ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহা, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য ্বীযর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খান, লাভলু পাল চৌধুরী প্রমুখ।

বিকালে ৪টায় সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের  আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Loading