চট্টগ্রামে বিএনপি-যুবলীগ সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ , জানুয়ারি ৩, ২০২১

চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় বিএনপি ও যুবলীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোহরা কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোহাম্মদ তৌহিদ ইরফান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন বিএনপি নেতা বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার রাত ৭টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী ও চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মো. আজমের বাসভবনে সাংগঠনিক বৈঠকে যান বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। সেখানে বিএনপি কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় স্লোগান দেয়া নিয়ে পথে যুবলীগের কর্মীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হলে পরে তা সংঘর্ষে রুপ নেয়।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, বিএনপির একটি মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Loading