সিলেটে পৌঁছেছে লন্ডনের যাত্রীবাহী বিমান

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৪, ২০২০

করোনার নতুন সংক্রমণে যখন বিপর্যস্ত ব্রিটেন, তখন সেখান থেকে দেশে ফিরলেন দুই শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল সোয়া ৯টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়নি।

বার বার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে তখন বাংলাদেশে নামলো লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি টু জিরো টু ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একে একে হেল্থ ডেস্কে এসে কোভিড-১৯ এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। ১৬৫ জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেয়া হয়নি।

তারা বলেন, লন্ডনের অবস্থা খুবই খারাপ। নতুন একটা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। বাচ্চাদের স্কুল বন্ধ। তাই আমরা চলে এসেছি। লন্ডনের তুলনায় বাংলাদেশ নিরাপদ। এখানের অবস্থা খুবই ভাল।

বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা।

এ প্রসঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, তাদের সনদ দেখা হচ্ছে। সুস্থতাও চেক করে দেখা হচ্ছে। যতটুকু সম্ভব সবকিছুই দেখা হচ্ছে তাদের।

নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তানসহ ৪০টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে।

Loading