নেত্রকোণায় ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২০

মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে নেত্রকোণার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেত্রকোণার সাতপাই কালীবাড়ি নদীর পাড়ের স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

সকাল সাড়ে ৭ টায় শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, মেয়র নজরুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা নুর খান মিঠু, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, নেত্রকোণাস্থ মোহনগঞ্জ সমিতির আহবাযক হাওরবন্ধু ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, টিম নৌকার আহবায়ক একেএম আজাহারুল ইসলাম অরুন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক দেওয়ান রনিসহ জেলার সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসকসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

Loading