নেত্রকোণায় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ  

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ডিসেম্বর ১৫, ২০২০

“রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর” এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, নির্মাণে বিরোধিতা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে নেত্রকোণা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হযেছে।

নেত্রকোণা জেলা উদীচী শিল্পীগোষ্ঠী মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৫ টায় এ সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।

ছড়াকার সঞ্জয় সরকারের সঞ্জালনায় সমাবেশের সংক্ষিপ্ত আলোচনা সভায বক্তব্য রাখেন উদীচী  শিল্পীগোষ্ঠী নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, হাওরবন্ধু মো: ইকবাল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

 

 

Loading