গাজীপুরে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মত বিনিময় সভা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২০

গাজীপুরে হাওর বিষয়ক মন্ত্রণালয় চেয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গাজীপুরস্থ নেত্রকোণা জেলা সমবায় সমিতির উদ্যোগে পল্লীবিদ্যুৎ গেইট সংলগ্ন নলজানি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওর বিষয় মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক হাওর বন্ধু মো: ইকবাল হোসেন।

হাওর পাড়ের কৃতি সন্তান গাজীপুরস্থ নেত্রকোণা জেলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট বিপ্লব কুমার মজুমদার এর সভাপতিত্বে ও মো: আব্দুল সালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিযুষ চন্দ্র সরকার, সিনিয়র সহ সভাপতি গাজীপুরস্থ নেত্রকোণা জেলা সমবায় সমিতি, নিখিল কর লিটন, সহ-সভাপতি, মো: আমিন মিয়া, সহ-সভাপতি, মো: সায়েস্তা খান, সহ-সভাপতি, হিরেন্দ্র সরকার সহ সভাপতি প্রমুখ।

সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। উল্লেখ্য দেশের ৭টি জেলা যেমন নেত্রকোণা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া হাওর বিষয় মন্ত্রণালয় বাস্তবায়ন ফোরাম এর জেলা কমিটি গঠিত হয়েছে। অচিরেই কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এ ফোরামের দাবি পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরূপ হাওর পাড়ের মানুষের উন্নয়নের কথা ভেবে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন একান্ত আবশ্যক। হাওরের বিশাল জলরাশি অধিকাংই অনিয়ন্ত্রিত । প্রশাসনের জনবল স্বল্পতার কারনে হাওর অঞ্চলের মানুষের বিভিন্ন চাহিদা পুরণ হচ্ছেনা ফলে টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন বাস্তবায়ন করা হয়।

 

Loading