বিভিন্ন রেস্টেুরেন্টে জেলা প্রশাসনের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , নভেম্বর ৮, ২০২০

আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড় ও সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে চেরাগি পাহাড় মোড়ের মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বাসি ভাত, ডাল, মাংস নুডলস এবং মেয়াদহীন বোরহানি দেখতে পাওয়া যায়।
এ সময় রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা প্রশাসনিক জরিমানা ও সতর্ক করা হয়।

এছাড়া শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রেস্টুরেন্টে আগত অতিথি ও কর্মচারীদের সচেতন করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

Loading