সাভার মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২০

মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে সাভার মডেল থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি র‌্যালী সাভার থানা রোড প্রদক্ষিণ করে।

সকালে বেলুন উড়িয়ে পুলিশিং ডে এর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল কুমার দাসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন, ধর্ষণসহ সকল অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা এবং সাধারণ মানুষের সেবায় পুলিশকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

Loading