নেত্রকোণায় ধর্ষণ ও নারী নির্যাতনসহ অপরাধ দমনে ৯৯৯ এর প্রচার

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , অক্টোবর ১৩, ২০২০

‘নারী নির্যাতন প্রতিরোধ করি, সুস্থ, সুন্দর সমাজ গড়ি’ শ্লোগান নিয়ে নেত্রকোণা পুলিশ ধর্ষণ, নারী নির্যাতন সহ সকল অপরাধ প্রতিরোধে ৯৯৯ এর ব্যাপক প্রচারণা শুরু করেছে । নেত্র‌কোণা জেলা পু‌লিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী ১২ অক্টোবর সকালে তার কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ‌নেত্র‌কোণা জেলা প্রেস ক্লা‌বের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যক্রমের অংশ হিসেবে নেত্র‌কোণা জেলা শহরসহ সকল উপজেলার প্রত্যন্ত অঞ্চলসমুহে গাড়িযোগে মাইকিং, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উঠান বৈঠক প্রভৃতির মাধ্যমে ৯৯৯ এর ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানো হবে। “নারীর প্রতি সহিংসতা, আর না আর না নারী আমার বোন, নারী আমার মা। নারীর অবমূল্যায়নে দেশের উন্নয়ন হবে না।

যে কোন নারী যেকোন সময বিপদে ৯৯৯ নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানানোর জন্য জেলার সকল নারী সমাজের প্রতি আহবান জানান পুলিশ সুপার।

পুলিশ সুপারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন নেত্রকোণার নারী সামাজ।

 

 

 

Loading