সাত গোল খেয়ে ৭০ বছর আগের কথা মনে করালো লিভারপুল

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ , অক্টোবর ৫, ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে সাত গোল হজম করলো লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে নিয়ে ছেলেখেলা করেছে অ্যাস্টন ভিলা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে আগের পাঁচ ম্যাচে হারা দলটা জয় তুলে নিয়েছে ৭-২ ব্যবধানে।

রোববার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাস্টন ভিলার পক্ষে হ্যাটট্রিক করেছেন অলি ওয়াটকিন্স। আর জোড়া গোল করেছেন জ্যাক গ্রেলিশ। একটি করে গোল করেন, রস বার্কলি ও জন ম্যাকগিন।

 

অন্যদিকে লিভারপুলের পক্ষে গোল দুটি করেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে টানা তিন জয় তুলে নেয়া লিভারপুল পেলো প্রথম হারের স্বাদ। এই হারে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হিসেবে হাফ ডজনের বেশি গোল খেলো কোনও ইংলিশ চ্যাম্পিয়ন দল।১৯৫৩ সালের সেপ্টেম্বরে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৭-১ গোলে হারতে হয়েছিল তৎকালীন চ্যাম্পিয়ন আর্সেনালকে।

দীর্ঘ ৩০ বছর পর ২০১৯/২০ মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় লিভারপুলরা।সবশেষ ১৯৮৯/৯০ মৌসুমে শিরোপা ঘরে তুলে ছিল অল রেডরা।

 

এদিকে দিনে অপর ম্যাচে সন হিউং মিন ও হ্যারি কেনের জোড়া লক্ষ্যভেদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটসপার।

Loading