নেত্রকোণায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশান অনুষ্ঠিত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২৯, ২০২০

নেত্রকোণায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিন্টেশান অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা সিভিল সার্জন জেলার সাংবাদিকদের নিয়ে এ  ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেন। মঙ্গলবার সকাল ১১ টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষ ইপিআই ভবনে এ কর্মশাল অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ঘোষণা অনুযায়ী অ্যাডভোকেসি সভা, স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, সাংবাদিক অরিয়েন্টেশন, প্রচার-প্রচারণা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রান্তিক পর্যায়ে পাঠানো ও প্রাপ্তি নিশ্চিতকরণ এবং ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সম্পন্ন করছে জাতীয় পুষ্টি বিভাগ। ক্যাম্পেইন চলাকালীন ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে।

তারই ধারাবাহিকতায় নেত্রকোণায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো: তাজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সভাপতি হায়দার জাহান চৌধুরীসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Loading