নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

৫ লাখ টাকা করে পেল ৩৫ নিহতের পরিবার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৭, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ৩৫ জনের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর দেয়া ৫ লাখ করে ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসন। আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহতের পরিবার মাঝে চেক বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শামীম ওসমান, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ নিহতের স্বজনরা।

জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণে নিহত ৩৪ জনের মধ্যে কয়েকটি পরিবারে দুইজন সদস্য রয়েছেন। এছাড়া হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন দুইজন এবং সুস্থ হয়ে ফিরে আসা ১ জনসহ মোট ৩৫ জনকে প্রধানমন্ত্রীর দেয়া ৫ লক্ষ টাকা করে চেক দেয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর ওই মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোট ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ২ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন মামুন নামে একজন।

Loading