ক্ষুদে শিল্পী বর্ণ’র অসাধারণ চিত্রকর্ম

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২০

ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষা ময়মনসিংহ নগরী। শিল্পী জয়নুল আবেদীনের চারণ ভূমি। রং তুলি আর কাশ ফুলের অবিচ্ছেদ্য বন্ধনকে অম্লান করতে গড়ে উঠেছে জয়নুল আবেদীন সংগ্রহ শালা। প্রতিদিনই জন্ম হচ্ছে জয়নুলের। রং পেন্সিলের ছোঁয়ায় অজস্র জীবন হচ্ছে বর্ণিল।

ক্ষুদে শিল্পী বর্ণনা দাস বর্ণ, দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন সময় রং পেন্সিল হাতে নেয়। এখন সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ইতিমধ্যে মহাত্মাগান্ধী, জওহরলাল নেহেরু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পৃথিবীর প্রায় ৫০ জন বিখ্যাত মানুষের ছবি ফুঠে উঠেছে তার পেন্সিলের আঁচড়ে।

বর্ণ জয়নুল আবেদীন সংগ্রহ শালা ময়মনসিংহ এর আর্ট অটোগ্রাফি বিষয়ের একজন ছাত্রী। পিতা বরুণ কুমার দাস, আনন্দমোহন সরকারী কলেজে শিক্ষকতা করেন। মাতা সোনালী সেন পেশায় গৃহিণী। বর্ণ ভবিষ্যতে একজন বিখ্যাত চিত্রশিল্পী হতে চায়।

 

 

Loading