ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , আগস্ট ১৮, ২০২০

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন -ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পাগলা থানার পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বেগম (৩০), মিলুয়ারা বেগম (৫৫), বুলবুলি আক্তার (৭) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে নালিতা বাড়ির উদ্দেশ্যে একটি মাইক্রোবাস চালকসহ ১৫ জন  যাত্রী নিয়ে যাচ্ছিল ফুলপুর বাসাটি নামক জায়গায় এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একে একে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর জীবিত উদ্ধার করা হয় আরও ৭ জনকে।

নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। গাড়িচালক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading