মিয়ানমারের অপরাধের ‘আলামত’ দেয়নি ফেসবুক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ , আগস্ট ১১, ২০২০

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের একটি তদন্ত সংস্থার প্রধান জানিয়েছেন, ফেসবুক ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধের’ বিষয়ে কোনও প্রমাণ এখনও দেয়নি। যদিও মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রোহিঙ্গা ছাড়াও অন্যদের ওপর নিপীড়নের তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছিল ফেসবুক। খবর আল জাজিরার।

ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমার (আইআইএমএম)-র প্রধান নিকোলাস কোমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ফেসবুকের কাছে ‘খুবই প্রাসঙ্গিক এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধের’ আলামত রয়েছে। কিন্তু এক বছর ধরে চলা আলোচনার সময় তারা কোনও কিছুই শেয়ার করতে রাজি হয়নি।
তবে আইআইএমএম কি ধরনের আলামত চেয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন কোমজিয়ান। এ বিষয়ে ফেসবুকও তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের ঘটনায় গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিচার চলছে। ওই অভিযানের ফলে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।
যদিও মিয়ানমার দেশটির বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, পুলিশ চেকপোস্টে হামলা চালানো সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফেসবুক। এর ফলে সেখানে সহিংসতা বেড়ে যায়।
ফেসবুক বলছে, তারা ঘৃণামূলক বক্তব্য বন্ধে কাজ করছে এবং মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত অ্যাকাউন্ট মুছে দিয়েছে। তবে ওইসব অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছে রেখেছে।

Loading