১০০ কোটি ডোজ অর্ডার পেয়েছে রাশিয়া

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , আগস্ট ১১, ২০২০

রাশিয়া জানিয়েছে, তারা করোনাভাইরাসের একটি টিকার ১০০ কোটি ডোজ সরবরাহের অর্ডার পেয়েছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার করোনাভাইরাসের একটি টিকার অনুমোদন দেয় রাশিয়া। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আগামী এক বছরের মধ্যে তারা ৫০০ মিলিয়ন ডোজ টিকা তৈরির পরিকল্পনা করছেন। খবর দ্য ন্যাশনালের।
রাশিয়ার ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ এক সংবাদ সম্মেলনে বলেন, ২০টির বেশি দেশ থেকে ১০০ কোটি রাশিয়ার টিকার জন্য আগ্রহ এবং প্রাথমিক আবেদন পেয়েছি। রাশিয়ার করোনা টিকা তৈরির জন্য অর্থায়ন করছে আরডিআইএফ।
স্পুটনিক ভি নামের এই টিকার ব্যাপারে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। দিমিত্রিভ বলেন, এই টিকা নিয়ে বেশ কিছু চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছে আরডিআইএফ।

Loading