এফডিসিতে শেষ শ্রদ্ধা আলাউদ্দিন আলীকে

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , আগস্ট ১০, ২০২০

কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে আলাউদ্দিন আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সাধারন মানুষ।
শ্রদ্ধা জানাতে এসেছিলেন সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, এস আই টুটুল, চিত্রনায়ক ওমর সানী, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মিউজিশিয়ান ফেডারেশনের সভাপতি গাজী আব্দুল হাকিম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী গানা ও মেয়ে আলিফ আলাউদ্দিন। এফডিসিতে আলাউদ্দিন আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রোববার (০৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানী মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। এরপর রাতে তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সুর-স্রষ্টা আলাউদ্দিন আলী।

Loading