ধামরাইয়ে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , জানুয়ারি ১৪, ২০২৫

 

ঢাকার ধামরাইয়ে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় ধামরাই শাখা অফিস মনির প্লাজায় ব্যাংক কার্যালয়ে ও ধামরাই শাখা অধীনে নয়ারহাট উপশাখা ব্যাংক কার্যালয়ে।

আজ মঙ্গলবার ধামরাই শাখার আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান খানের সভাপতিত্বে কম্বল বিতরণ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লী বিদ্যুৎ ধামরাই অঞ্চলের পরিচালক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো:শামসুল ইসলাম,ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো: নুরুল হক, সাংবাদিক নবীন চৌধুরী, অত্র ধামরাই শাখার ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃনয়ন ইসলাম, মার্কেটিং এন্ড সেলস অফিসার নাঈম খান লোন অফিসার মৌরিন তানিয়া ও সহকারি সেলস অফিসার তহিদুর রহমান প্রমুখ।

অপরদিকে ধামরাই শাখার অধীনে নয়ারহাট উপশাখা অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপশাখার অফিস ইনচার্জ সুমাইয়া আলমগীর উর্মি ও টি.এস.ও মো: তাজ উদ্দিন প্রমুখ।

এতে আই এফ আই সি ধামরাই শাখা ৭০ জন ও নয়ারহাট উপশাখা ২০জন শীর্তাতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সারা দেশের ন্যায় ধামরাই আই এফ আই সি ব্যাংক শাখা ব্যাংকিং প্রযুক্তি দোর গোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহকদের অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Loading