ফেনীতে মিথ্যা মামলা দেয়ায় বাদীর বিরুদ্ধে মামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৫ মিথ্যা মামলা দেয়ায় ফেনীতে স্বপ্রণোদিত হয়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালত।বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা আমলি আদালতে এ মামলা দায়ের করেন।আমলি আদালত-৩ এর বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০২৩ সালের ১৯ জুন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গণিপুর গ্রামের দেলোয়ার মাস্টার বাড়ির আবুল কাশেম (৬০) তার নিজ ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ করেন। আদালতের নির্দেশনায় অভিযোগ তদন্ত করে দাগনভূঞা থানার এসআই অপূর্ব রায় একই বছরের ২৮ জুলাই প্রতিবেদন দাখিল করেন। এ মামলার বাদী আবুল কাশেম ও সাক্ষী সামিউর রশীদের (২৫) বক্তব্য রেকর্ড শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন গত মঙ্গলবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক। মিথ্যা মামলা দেয়ায় বাদী আবুল কাশেম ও মিথ্যা সাক্ষী দেয়ায় সামিউর রশীদকে আসামি করে বুধবার স্বপ্রণোদিত হয়ে দাগনভূঞা আমলি আদালতে দণ্ডবিধি ২১১ ও ১৯৩ ধারায় মামলা দায়ের করেন আমলি আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন। আদালত বাদীর আরজি আমলে নিয়ে আসামি কাশেম ও রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শেয়ার আইন-আদালতবিষয়: