পটিয়া বায়তুশ শরফে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ , জানুয়ারি ১৩, ২০২৫ ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে খাগড়াছড়ির এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত রবিবার আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে পটিয়া বায়তুফ শরফ মসজিদে খতিব মাওলানা সরওয়ার আলম তাকে কালেমা পড়ান। খাগড়াছড়ির জেলার রামগড় থানার জগন্নাথ পাড়া ২নং ওয়ার্ডের বিধু ভূষণের ছেলে, শ্রী সাধন কুমার দাস । ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখলেন মোহাম্মদ শাহাজাহান। বর্তমানে সে দক্ষিণ গোবিন্দারখীল, নাছির ভিলা, ৯নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা বসবাস করছেন।কোন প্রকার প্রলোভন ছাড়াই শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে মোহাম্মদ শাহাজাহান নাম রেখে, তার পূর্ব পুরুষদের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই যুবক।পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩/১/২৫ ইং তারিখে ২৭/২৫ নং ধর্মান্তর হলফনামা মূলে নিজে মুসলমান ধর্ম গ্রহণ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মে লোকজনদের সাথে এবং আমার সমবয়সী মুসলমান ছেলে-মেয়েদের সাথে চলাফেলা, উঠা-বসা করিয়া ও তাহাদের চাল-চলন ও আচার- আচরণের সাথে মিশিয়া এবং হুজুর ও মাওলানা সাহেবদের ওয়াজ নসিয়ত শুনিয়া আমার মনে বিশ্বাস জন্মিয়াছে যে, জীবন পরিচালনার জন্য ইসলাম ধর্মের রীতিনীতি ও আকিদা এবং কোরআন ও সুন্নাহর বাণী হিন্দু ধর্মের রীতিনীতির চাইতে অনেক উত্তম। ফলে ইসলাম ধর্মের প্রতি আমার বিশ্বাস স্থাপন হয় । ইসলাম ধর্মে আমার জীবন-যাপনের পাথেয় হিসাবে গ্রহণ করার জন্য আমার মন দীর্ঘদিন যাবৎ বেকুল হইয়া উঠে। তাই আমি আমার পুরাতন হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহন করার সিদ্ধান্ত গ্রহণ করি।এ বিষয়ে পটিয়া লাইফ কেয়ার হসপিটাল ও ফ্যামিলি কিচেন পরিচালক প্রবাসী মোঃ বাহার উদ্দীন বলেন, আমি চট্টগ্রাম শহরে নির্মাণাধীন পটিয়া লাইফ কেয়ার হসপিটাল মিটিং শেষে ফেরার পথে আমার এক কর্মচারী আমার কাছে তাকে নিয়ে আসে। তার সাথে কথা বলে জানতে পারি ইসলাম ধর্মের প্রতি অনুগত হয়ে সে তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সে নিরাপত্তা, সহযোগিতা সহ -মর্মিতা ও আশ্রয় চাই। তার কথা যাচাই বাছাই পূর্বক তার পাশে দাড়ায় আল্লাহতালাকে স্মরণ করে, তার দায়িত্ব ও জিম্মিদার নিয়ে, থাকার স্থান এবং কর্মস্থানের ব্যবস্থা করে দিই। শেয়ার অন্যান্যবিষয়: