বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , জুলাই ২৮, ২০২০

কুমিল্লার দেবিদ্বারে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কয়েকশ’ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। পরে আগুন লাগিয়ে শ্রমিকরা প্রতিবাদ করতে থাকেন। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ বুধবার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা ১১টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চান্দিনা, মহাসড়কে পুলিশ অবস্থান করছে। যানবাহন চলাচল সচল হয়েছে।

Loading