ধর্মীয় ভাবগাম্ভির্যে পালিত পবিত্র শবে বরাত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভির্যে পালিত হলো পবিত্র শবে বরাত। মহান আল্লাহর ক্ষমা লাভের আশায় ইবাদত-বন্দেগী, নফল নামাজ ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহিমন্বিত রাত পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় গোনাহ মাফ ও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত।

মহিমান্বিত রাতে সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে গুনাহ মাফে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। ভবিষ্যৎ জীবন ও দেশের কল্যাণ কামনায় মোনাজাতও করেন তারা।

মহিমান্বিত এই রাতে সৃষ্টিকর্তা বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারতও করেন অনেকে।

ইসলামী চিন্তাবিদরা বলছেন, হাদিসের বর্ণনা অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে ক্ষমা চাইলে মহান আল্লাহতার বান্দাদের দোয়া কবুল করেন।

এদিন রাতে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ, মাহফিল ও দোয়া। বিভিন্ন এবাদতে সময় কাটিয়েছেন মুসল্লিরা। ইমামদের নেতৃত্বে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দেশের মঙ্গল কামনার পাশাপাশি মহান স্বাধীনতার সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকেই সলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়।

Loading