পার্বতীপুরে বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ ইউনুস করোনার কাছে হেরে গেলেন

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , নভেম্বর ১৭, ২০২০

দিনাজপুরের পার্বতীপুরে বিশিষ্ট চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী সিভিল সার্জন ডাঃ ইউনুস আলী গতকাল মঙ্গলবার ভোর ৫ টায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ………………….রাজেউন)। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ^াস কষ্ট ও ডায়াবেটিক রোগে ভুগতেছিলেন। করোনা পজেটিভ সনাক্ত হলে গত ৪ নভেম্বর এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। ডাঃ ইউনুস মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পার্বতীপুর-ফুলবাড়ী নির্বাচনী এলাকার সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি,পার্বতীপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পৌর মেয়র এ. জেড এম মেনহাজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুখশানা বারী রুকু, অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ২৪.কম এর সম্পাদক মোস্তাকিম সরকার, পার্বতীপুর প্রেস কাবের সভাপতি শ. আ. ম হায়দার গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন জানান, ডাঃ ইউনুস ছিলেন, এলাকার কৃতি সন্তান। তিনি গরীব অসহায় মানুষের প্রতিনিয়ত সেবা করে আসছিলেন। তিনি স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাসহ বিভিন্ন পদে সততার সহিত দায়িত্ব পালন করেছিলেন। তার গ্রামের বাড়ী ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পার্বতীপুর শহরের রোস্তম নগর এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Loading