রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , জুলাই ২৪, ২০২০ রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রিয়াদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটি ঐ এলাকার আক্কেল আলী মেম্বার বাড়ির আবদুল মাবুদের ছেলে ও নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টায় খেলতে বের হয়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় রিয়াদ। পরে স্থানীয়রা ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে পাইওনিয়ার হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। শেয়ার চট্টগ্রাম বিষয়: