বরিশালে নতুন ৩১ জনের করোনা শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , জুলাই ২৩, ২০২০ বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪২ জনে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের করোনা বিষয়ক মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে। জানা গেছে, আজ নতুন করে বরিশালে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের জেলা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ২ হাজার ২৪২ জন করোনা আক্রান্তের মধ্যে ১ হাজার ২০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৩৯ জন। শেয়ার সারা দেশ বিষয়: