সিলেটে ৪ কিশোর ছিনতাইকারী আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ , জুলাই ২১, ২০২০ নগরীতে ৪ কিশোর ছিনতাইকারীকে আটক করছে পুলিশ। এসময় উদ্ধার হয়েছে ধারালো ৩টি চাক্ওু। সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম সংবাদবিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জুলাই) কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ থানার অদূরবর্তী সারদা হলের সামন থেকে গ্রেফতার কওে ৪ কিশোর ছিনতাইকারীকে। তারা হচ্ছে, সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকার মৃত কাফিউল ইসলামের পূত্র মো.শাহিদুল ইসলাম (১৯), হবিগঞ্জের বাহুবল থানার খাগাউড়া পানিউন্দার খালিক ইসলামের পূত্র জুয়েল আহমদ (১৮), সিলেট মেট্রোপলিটন জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়ার মো.আলী হোসেনের পূত্র মো.সুমন আহমদ (১৯) ও নেত্রকোনার দেওপুরের আব্দুল খালিকের পূত্র জালাল আহমদ (১৮)। তাদেও তল্লাশী করে ৩টি ধারালো টিপ চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা নং-২৮) দায়ের করেছেন এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া। শেয়ার সারা দেশ বিষয়: