বিশ্বে বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয়

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’। একইসঙ্গে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৬ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯৩। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া তালিকায় ১৯৫ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি। ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের আরেক শহর মুম্বাই।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

Loading