নেত্রকোণায় কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২০

মাননীয় প্রধানমন্ত্রী আষাঢ় মাসকে বৃক্ষরোপন মাস হিসাবে ঘোষণা করেছেন। উক্ত ঘোষণাকে বাস্তবায়ন করতে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলা কৃষকলীগ সারা জেলায় বৃক্ষ রোপন কর্মসুচী হাতে নিয়েছে।

তারই অংশ হিসাবে ৬ জুন সোমবার নেত্রকোণা পৌর কৃষকলীগের আয়োজনে চন্দ্রনাথ স্কুলের সামনে কৃষকদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ( সংরক্ষিত আসন) নেত্রকোণা জনাব হাবিবুর রহমান খান শেফালী, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বিশেষ অতিথি জেলা কৃষক লীগের সভাপতি কেশব রন্জন সরকার, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব তুহিন আক্তার, জেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক শহীদুল। ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রহমান পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ মোরাদ আহম্মদ প্রমূখ। উদ্ভোধনী আলোচনার সভাপতিত্ব করেন আঃ রেজ্জাক।

অপরদিকে সদর উপজেলা কৃষকলীগের আয়োজনে হবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন ভাটি বাংলার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক উপ পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান সরকার বিশেষ অতিথি জেলা কৃষক লীগের সভাপতি কেশব রন্জন সরকার, সহ সভাপতি এ টিএন খায়রুল আলম বাচ্চু সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রহমান পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক মোরাদ আহম্মদ প্রমূখ।

Loading