যেখানেই শেষযাত্রা সেখানেই ছুঁটে যান দিলদার.. নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ , জুন ২৭, ২০২০ কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরীর পিতা কেপিএম লিমিটেডের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী( এন আই চৌধুরী) চিকিৎসাধীন অবস্হায় গতকাল দিবাগত রাত ১২. ৩০ মিনিটে চট্রগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। আজ সকালে সাড়ে এগারোটায় মরহুমের নামাজে জানাযা ও দাফন হয় ওয়াগ্যাতে। উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি বাবু ভাইয়ের বাবার জানাযায়ও ছুটে গেলেন বিএনপি নেতা এবং কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। বেবী ও দিলদার রাজনৈতিক আদর্শে ভিন্ন মতাম্বলম্বি হলেও জীবনের শেষযাত্রায় মানুষের পাশে থাকার দিলদারের এই আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। ভালোবাসার মেলবন্ধনের আশা জাগায়। কৃতজ্ঞতা দিলদার। জীবনে যদি কখনো সময় আর সুযোগ হয় তোমার এই অনুপ্রেরণা স্মরণ রাখবো আমি। দোয়া করি বেঁচে থাকো হাজার বছর কাপ্তাইয়ের মানুষের হৃদয়ে-ভালোবাসায়। সাংবাদিক জালাল উদ্দিন সাগরে’র ফেসবুক থেকে নেয়া শেয়ার সোশ্যাল মিডিয়া বিষয়: