অনলাইনে বোধ এর আটান্নতম সাহিত্য আড্ডা

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ , জুন ২০, ২০২০
বিশ্বজুড়ে করনোর প্রভাবে থমকে গেছে জনজীবন । যখন মানুষ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জীবন যাপন করছে ঠিক তখনি নেত্রকোনা থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা বোধ তার সাহিত্য কর্মীদের একত্রিত করে আয়োজন করে ৫৮ তম বোধ সাহিত্য ভার্চুয়াল আড্ডার, কবিতায় গল্পে গানে জমে ওঠে আড্ডা,সাংস্কৃতিক সংগঠক আনোয়ারা জেবুন্নাহার এর সভাপতিত্বে সময়ের জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সংগঠক ও প্রকাশক সাঈদ আহমেদ আনিস, সংগঠক ও কবি আনোয়ার মজিদ,চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কবি জান্নাতুল বাকেয়া কেকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি আহমেদ শরীফ মামুন,বাংলাদেশ জাতীয় বেতার ও টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পী আবুল বাশার তালুকদার, অধ্যাপক কবি সিরাজুল সোহেল,কবি শাম্মী খান, কবি ও আবৃত্তিশিল্পী পহেলি দে, গল্পকার ফয়সাল চৌধুরী প্রমুখ.

Loading